1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
মোরেলগঞ্জে ৩শ’ বিঘা ফসলি জমিতে জোরপূর্বক মৎস্য ঘের, প্রতিবাদে কৃষকদের মানববন্ধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
১০ জুলাই দুপুর ২টায় প্রকাশ হবে এসএসসির ফল বাগেরহাটে ভারি বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত, থেমে গেছে বন্দর কার্যক্রম বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে লবণাক্ত জমিতে সৌদি খেজুর চাষে সাফল্য! খুলল সম্ভাবনার দ্বার সুন্দরবনের উপকূলের মোরেলগঞ্জে টানা বৃষ্টিতে ডুবে গেলপৌর শহর পানিবন্দী ২ হাজার পরিবার বাগেরহাটে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ বাস্তবায়নে প্রস্তুতি সভা নড়াইলে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করলেন এসপি এহসানুল কবীর পটুয়াখালীতে রেকর্ড বৃষ্টি: শহরের অধিকাংশ সড়ক তলিয়ে, জনজীবন বিপর্যস্ত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের  সাগরে একের পর এক ৩ নম্বর সতর্ক সংকেত, বিপাকে লাখো জেলে ও ট্রলার মালিক মোংলা-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধনও স্মারকলিপি প্রদান ৬০ বছরেও উন্নয়নছোঁয়া লাগেনি: কাঁচা রাস্তার কাদা পথেই হাঁটছে

মোরেলগঞ্জে ৩শ’ বিঘা ফসলি জমিতে জোরপূর্বক মৎস্য ঘের, প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৩৬ 0 বার সংবাদি দেখেছে

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // বাগেরহাটের মোরেলগঞ্জে বলইবুনিয়া ইউনিয়নের কুয়ারদাহ-নেহালপুর গ্রামে ৩শ’ বিঘা ফসলী জমিতে জোরপূর্বক মৎস্য ঘের করছেন এলাকার প্রভাবশালী একটি মহল। প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন করেছে ভূক্তভোগী জমির মালিকেরা। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অর্ধশত গ্রামবাসী গণস্বাক্ষরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মঙ্গলবার বেলা ১১টায় কুয়ারদা-নেহালপুর গ্রামে গ্রামবাসীদের আয়োজনে এ মানববন্ধনে সাধারণ কৃষক ও ভূক্তভোগী ৩ শতাধিক জমির মালিক নারী পরুষ অংশ নেয়।
মানববন্ধনে ভূক্তভোগী জমির মালিকেরা অভিযোগ করে বলেন, দেশ স্বাধীনের পূর্ব থেকেই বাপদাদার পৈত্রিক সম্পত্তি কুয়ারদাহ-নেখালপুর গ্রামে ৩শ’ বিঘার এ ফসলী মাঠে কখনও মৎস্য ঘের হয়নি। এ বছর প্রভাবশালী সাদিক শিকদারের নেতৃত্বে আসলাম শেখ, কামরুজ্জামান মুকুলসহ একটি মহল প্রভাব খাটিয়ে সাধারণ কৃষক জমির মালিকদের ভয়ভীতি হুমকি দিয়ে জোরপূর্বক মৎস্য ঘের করার পায়তারা করছে। মাটি কেটে ভেঁরি দিয়েছে। পানি চলাচলের ছোট ছোট খালের মুখ বন্ধ করে দিয়েছে যে কারণে ফসলী মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পড়েছে। এ গ্রামের প্রায় ৪ শতাধিক কৃষক আমন বোরো মৌসুম সহ রবিশষ্য উৎপাদন করে জীবিকা নির্বাহ করে। প্রতিটি পরিবারের এ মাঠে ৩/৪ বিঘা, ৫০ বিঘাও জমি রয়েছে। অনেকে খাল ও নালায় মাছ ধরে সংসার চালায়। মৎস্য ঘের করে ফসল উৎপান ব্যহত করার পায়তারা করছে প্রভাবশালী মহলটি।
সাধারণ কৃষকরা তাদের জমিতে শান্তিপ্রিয়ভাবে ফসল উৎপাদন করতে পারে সে জন্য উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। মানববন্ধনে এ সময় বক্তৃতা করেন আবুয়াল সরদার, মোশারেফ মাতুব্বর, জালাল উদ্দিন, নেছার মাতুব্বর রজ্জব আলী শেখ, মোসা. রাবেয়া বেগম, দুলাল খান, খলিলুর রহমান সহ একাদিক কৃষকরা।

এ বিষয়ে সাদিক শিকদার বলেন, তিনি শতাধিক জমির মালিকের লিখিত অনুমতি নিয়েই মৎস্য ঘের করছেন। তবে, জোরপূর্বক নয়, ওই মাঠে তার ১০ বিঘাসহ তাদের বংসের ৫০ বিঘা জমি রয়েছে। ২/৩ জন ব্যক্তিকে ঘেরে শেয়ার না রাখার কারনে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

এ সর্ম্পকে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ বলেন, কুয়ারদাহ-নেখালপুর গ্রামের জমি মালিকদের একটি লিখিত অভিযোগের পেক্ষিতে উভয় পক্ষকে ডাকা হয়েছে। বিষয়টি তার দপ্তরে সমাধানের পর্যায়ে থাকলে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ