গৌরনদী প্রতিনিধি // যুক্তরাষ্ট্র ও ইসরাইল কর্তৃক মুসলিম ভূখণ্ডে চলমান আগ্রাসনের প্রতিবাদে গৌরনদীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস ও তৌহিদী জনতার যৌথ উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশটি শুক্রবার গৌরনদী সরকারি কলেজ মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস গৌরনদী উপজেলা শাখার সভাপতি মোঃ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা আব্দুল মালেক। এছাড়া গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া। সমাবেশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।