স্টাফ রিপোর্টার।। বরিশাল জেলার বন্দর থানাধীন রাইপুরা গ্রামে জমি জমা বিরোধকে কেন্দ্র করে এক গৃহবধূকে এলপাতাড়ী পিটিয়ে গুরুতর যখম করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় জামাল চকিদার বাড়ির পুসকুনির পাড়ে এই হামলার ঘটনা ঘটে।আহতের নাম মোসাম্মৎ বিলকিস বেগম তিনি ওই গ্রামের বাসিন্দা মোঃ হেলাল মুন্সির স্ত্রী।আহত বিলকিস বেগমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বিলকিস বেগম জানান ঘটনার দিন তার পৈত্রিক সম্পত্তি থেকে পাওয়া জমির গাছ জোর পূর্বক মোঃ নজরুল গংরা লোক জন নিয়ে কাটতে আসলে বিলকিস বেগম তাতে বাধা প্রোদান করিলে উভয়ের ভিতর বাক-বিতন্ডা হলে একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মোঃ নজরুল ইসলাম, নুর ইসলাম, খাদিজা বেগম ও জোসনা বেগম সহ ২/৩ জন মিলে হত্যার উদ্দেশ্যে লাঠি সেটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর যখম করে। তার ডাক চিৎকার শুনে ছেলে শাকিব ও সাথী এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে গুরুতর জখম করে।তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।