প্রেস বিজ্ঞপ্তি // রাজধানীর মিরপুরে মানবিক কিচেনের উদ্যোগে ” মানসিক ভারসাম্যহীনদের আহার, চিকিৎসা ও পুনর্বাসনে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মানবিক কিচেনের ঢাকা উত্তর সিটি কো-অর্ডিনেটর মোঃ খোরশেদুল আলম কামালের সভাপতিত্বে ও মিডিয়া ও জনসংযোগ বিভাগের কো-অর্ডিনেটর শাখাওয়াত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেইবার্স ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও মানবিক কিচেনের পরিচালক মারুফ আহমেদ মল্লিক। সভায় প্রধান আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফায়ার সার্ভিস প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রাক্তন অধ্যক্ষ এবিএম ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবিক কিচেনের উপদেষ্টা নুরুল কবির রতন, একটিভ এইড ওয়েলফেয়ার অরগানাইজেশনের নির্বাহী পরিচালক মোঃ জামাল উদ্দিন, স্বপ্নচারী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান চৌধুরী, মানবিক কিচেনের প্রোগাম কো-অর্ডিনেটর আরিফুল ইসলাম বাবু, ফুড কো-অর্ডিনেটর তাজকিয়া সুলতানা আখি প্রমুখ।
সভায় বক্তারা, পথেঘাটে পড়ে থাকা মানসিক ভারসাম্যহীনদের আহার, চিকিৎসা ও পুনর্বাসনে করণীয় বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।
তাঁরা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে মানসিক ভারসাম্যহীনদের জন্য আমাদের এগিয়ে আসতে হবে। সরকারি উদ্যোগে মোবাইল ইউনিট গঠন করে পথেঘাটে পড়ে থাকা মানসিক ভারসাম্যহীনদের আহার, চিকিৎসা ও পুনর্বাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।
এসময় পথেঘাটে পড়ে থাকা মানসিক ভারসাম্যহীনদের আহার জোগাতে কাজ করা প্রতিষ্ঠান মানবিক কিচেনের প্রশংসা করে বক্তরা বলেন, শুধু মানবিক কিচেন নয় সকল দাতব্য প্রতিষ্ঠানগুলোকে মানসিক ভারসাম্যহীনদের সাহায্যের জন্য এগিয়ে আসতে হবে। এনএফ-পিআর