1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
রাজধানীর বনানীতে ড্রাইভিং পেশার আড়ালে কাশেমের রমরমা মাদক কারবার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরনাম :

রাজধানীর বনানীতে ড্রাইভিং পেশার আড়ালে কাশেমের রমরমা মাদক কারবার

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৪৯ 0 বার সংবাদি দেখেছে

বনানী (ঢাকা) প্রতিনিধি // রাজধানীর বনানী থানাধীন ওয়্যারলেস গেট এলাকায় জমজমাট মাদকের ব্যবসা চলছে। পুলিশের সোর্সদের মাধ্যমে ইয়াবা ব্যবসা চলে আসছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। পুলিশের সাথে সখ্যতা গড়ে তুলে বনানীকে মাদকের স্বর্গরাজ্য পরিণত করেছে।
সূত্রে জানা যায়, ওয়্যারলেস গেট এলাকায় কাউন্সিলর কার্যালয়ের পাশের বাড়ির প্রভাবশালী এক ব্যবসায়ীর গাড়ি চালক ‘কাশেম’ ইয়াবা ব্যবসা চালিয়ে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছেন। মাদকসেবীদের মুখে কাশেমের নাম।

বিশেষ করে ফোনে যোগাযোগের মাধ্যমে ২০নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের পিছনে সকাল সন্ধ্যা সেলুনে বসে কাশেমের ইয়াবা বিকিকিনি হচ্ছে বলে অভিযোগ রয়েছে এলাকাবাসীর।

অনুসন্ধানে জানা যায়, কাশেমের গ্রামের বাড়ি কক্সবাজারে। সেখান থেকে মরন নেশা ইয়াবা এনে ঢাকায় বিক্রি করেন সে। ইয়াবা ব্যবসার পাইকারি মহাজন বনে গেছেন সে। খুব কৌশল অবলম্বনের কারণে এখনো আইন শৃঙ্খলা বাহিনীর ধরা ছোঁয়ার বাইরে। এছাড়া যেই মালিকের গাড়ি চালায় তার ছত্রছায়া তো রয়েছেই।

জানা গেছে, কাশেমের ইয়াবা ব্যবসার পেছনে বনানী থানা পুলিশের সোর্স সহিদেরও সখ্যতা রয়েছে। সহিদ তার মাদক ব্যবসার পার্টনার। সহিদ মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযানের তথ্য কাশেমকে আগাম জানিয়ে ধরা ছোঁয়ার বাইরে রাখে। কক্সবাজারের মাদক ব্যবসায়ী ছাড়াও সোর্স সহিদের মাধ্যমেও কাশেম ইয়াবা সংগ্রহ করেন।

সন্ধ্যা হলেই দেখা যায় কাশেমের সাথে মাদক সেবকরা মুঠোফোনে যোগাযোগ করে ওয়্যারলেস গেইটের সকাল সন্ধ্যা সেলুনের সামনে অপেক্ষা করে। সেখানে এসেই কাশেম ইয়াবা পৌঁছে দেয়। এছাড়া ড্রাইভিং পেশাকে পুঁজি করে শহরের বিভিন্ন স্থানে মাদক হোম ডেলিভারি করে।

পুলিশ সুত্র জানায়, বনানী থানার পুলিশ মাদক ও ইয়াবা ব্যবসা বন্ধে কঠোর অবস্থান রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন মাদক ও অস্ত্র, ইয়াবা ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হয়েছে। পুলিশ কঠোর অবস্থান নিলেও সাধারণ মানুষের অভিযোগের পাহাড় সমপরিমাণ।

তাদের অভিযোগ, মাঝে মধ্যে পুলিশ গুটি কয়েক মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করলেও বড় বড় মাদক ও ইয়াবা ব্যবসায়ীরা ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। তার মধ্যে অন্যতম কাশেম ও সোর্স সহিদ। তাদের মাদক সিন্ডিকেট নেটওয়ার্ক গড়ে তুলছে পুরো বনানীতে। এ ব্যাপারে বনানীবাসী মাদক ও ইয়াবা মুক্ত করতে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাসেল সারোয়ার এর সুদৃষ্টি কামনা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ