স্টাফ রিপোর্টার // ঝালকাঠি জেলার রাজাপুর থানাধীন ডহ শংকরপাশা গ্রামে ছেলে শ্বশুরের কাছ থেকে যৌতুক না নেয়ায় মেয়ের বাবাকে কুপিয়ে যখন করেছে ছেলের বাবা। রবিবার (২৯ জুন) বেলা আনুমানিক ১১ টায় তার নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহত মোঃ হারুনুর রশিদ (৫৬) তিনি হলেন ডহ শংকরপাশা গ্রামের মোঃ সাদেক আলী খানের ছেলে। আহত মোঃ হারুনুর রশিদ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত হারুনুর রশিদ জানান ২০২২ সালে একই গ্রামের বাসিন্দা মোঃ মহিদুল ইসলাম পান্নুর ছেলে নজরুল ইসলামের সাথে তার মেয়ে কাকলির পারিবারিকভাবে বিয়ে হয় তার বিয়েতে মেয়ের বাবা রশিদ নগদ অর্থ না দিয়ে ঘরের আসবাবপত্র কিনে দেওয়ায় মেয়ের শশুর পান্নুর তাতে মন ভরে নাই, তার ছেলে নজরুলকে দিয়ে পাঁচ লক্ষ টাকা যৌতুক দাবি করাতে চায় এতে নজরুল রাজি না হওয়ায় তাদের ভিতর বাপ ছেলের দ্বন্দ্ব লেগেই থাকে একপর্যায়ে গত কুরবানীর ঈদে নজরুল ও তার স্ত্রী সন্তানকে মারধোর করে বাড়ি থেকে বের করে দেয় পাষন্ড বাবা। এতেও খেন্ত না হয়ে পূর্ব পরিকল্পিতভাবে ছেলেরা শশুর হারুনুর রশিদকে তার লোকজন মোঃ মহিদুল ইসলাম পান্নু, মোসাম্মৎ নিপা আক্তার, মোসাম্মৎ তাসলিমা বেগম সহ ৪/৫ জন মিলে তার বাড়িতে গিয়ে হত্যার উদ্দেশ্যে রান্দা, গাছ কাটা দা, জিয়াই পাইপ ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত যখম করে তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহত সূত্রে জানাজায়।