নিজস্ব প্রতিবেদক।। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার জন্য পরিচিত হাবিবুর রহমান সেলিম রেজা রাজাপুর-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন।
তার রাজনৈতিক যাত্রা শুরু ১৯৮৪ সালে বরিশাল সরকারি কলেজে ছাত্রদলের মাধ্যমে। এরপর বিএম কলেজে অধ্যয়নকালীন সময়েও তিনি সক্রিয়ভাবে ছাত্রদল কমিটির সঙ্গে যুক্ত ছিলেন। বরিশালের কালীবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে তিনি তৃণমূল রাজনীতিতে নেতৃত্বের গুণাবলি প্রমাণ করেন।
পরবর্তীতে বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন এবং সাংগঠনিক দক্ষতা দিয়ে দলকে আরও সুসংগঠিত করেন। এরপর তিনি ঝালকাঠি জেলা বিএনপির একজন সদস্য হিসেবে নির্বাচিত হন এবং মূলধারার রাজনীতিতে আরও গভীরভাবে সম্পৃক্ত হন।
দেশের রাজনীতির পাশাপাশি প্রবাসেও তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি নিউ ইয়র্ক বিএনপির দক্ষিণ শাখার সভাপতির দায়িত্ব পালন করেন এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দলীয় সংগঠনকে সুদৃঢ় করেন।
দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, দেশপ্রেম ও দলীয় দায়িত্ববোধ থেকে হাবিবুর রহমান সেলিম রেজা রাজাপুর-১ আসনে বিএনপির হয়ে জনগণের প্রতিনিধি হবার দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলেছেন। নেতাকর্মীদের বিশ্বাস, তাঁর নেতৃত্বেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে।
প্রচারে জেলা ছাত্রদলের সদস্য সরদার গোলাম রাব্বি।