নিজস্ব প্রতিবেদক // বরিশাল -কুয়াকাটা মহাসড়ক যেন এখন গাছ ব্যবসায়ীদের দখলে। দেশের সকল জেলার সাথে সমুদ্র সৈকত কুয়াকাটার যোগাযোগের এক মাত্র সড়কটি দিন দিন মৃত্যুর ফাঁদে পরিনত হয়েছে। সড়ক দখল করে অবৈধভাবে পার্কিং, বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ এদেশে নতুন কোন ঘটনা নয়। তবে সেই তালিকায় এবার যুক্ত হয়েছে কাঠ ও গাছ ব্যবসায়ীরা।
বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত অন্তত ২ হাজার স্পটে দিনের পর দিন ফেলে রাখা হয় গাছের টুকরো গাছের লাকড়ি।
অভিযোগ রয়েছে প্রশাসনের চোখের সামনে বছরের পর বছর এই অবৈধ কর্মযজ্ঞ পরিচালনা করা হলেও কোন এক অজানা কারণে কোনদিন আইন প্রয়োগ করা হয়নি।
এ বিষয় শাহ আলম নামের এক বাসিন্দা অভিযোগ করে বলেন, প্রত্যান্ত এলাকা থেকে গাছ ক্রয় করে সেগুলো কেটে আনেন ব্যবসায়ীরা। গ্রাম ও শাখা সড়ক থেকে এনে সেই গাছ ও গাছের লাকড়ি দিনের পর দিন ফেলে রাখা হয় মহাসড়কের পাশে। এরফলে সড়কের ফুটপাত ও সড়ক ক্ষতিগ্রস্থ হয় পাশাপাশি দূর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। কিন্তু প্রশ্ন হলো যদি কোন দূর্ঘটনা ঘটে তাহলে এই দ্বায় দ্বায়িত্ব কে নেবে। আমরা সাধারণ মানুষ এই অনিয়মের প্রতিকার দেখতে চাই।
মো: হানিফ নামের এক মটরসাইকেল চালক অভিযোগ করে বলেন, ব্যবসায়ীরা সড়কের উপর বড় কভারভ্যান ও ট্রাক পার্কিং করে গাছ ও লাকড়ির উঠানো নামানো করেন। তারা মানুষের জীবনের কোন গুরুত্ব না দিয়ে দিনের পর দিন এই ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। এতে সড়ক দুর্ঘটনার মাত্রা আগের চেয়ে কয়েকগুন বেড়েছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এই অবৈধ কর্মযজ্ঞ বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে।
এ বিষয় বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি( প্রশাসন) মো: ফারুক উল-হক বলেন বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য থানাগুলোকে নির্দেশ প্রদান করা হবে।