স্টাফ রিপোর্টার।। নগরীর রুপাতলীতে মিথ্যা অপবাদ দিয়ে মা ও মেয়েকে হত্যার চেষ্টায় মারধর করেছে প্রতিপক্ষরা। এ সময় একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার ৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৩ টায় আজিজ মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ২৪ নং ওয়ার্ডের বাসিন্দা আবু সত্তারের মেয়ে সুমি আক্তার ও তার মা নাদিয়া বেগম। বর্তমানে তারা শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সুমি বলেন, আমার ভাসুরের মেয়ে সাদিয়ার স্বামী রাসেদ
প্রবাসে থাকা কালীন সে রুপাতলী স্বপ্ন এক্সপ্রেসে চাকরি নেন। সেখানের দায়িত্বরত ম্যানেজারের প্রেমে জড়িয়ে পড়েন। সে বাংলাদেশে আসার পর সাদিয়ার ফেসবক আইডি খুঁজে পরকীয়া প্রেমের আলামত পায। কিন্তু এ ব্যাপারে সাদিয়ার মা রুমা সুমিকে সন্দেহ করেন। তারই সূত্র ধরে ঘটনার দিন সোমবার সকালে সমীর,সোহাগ, রুমা, সাদিয়া, বশিরন, তানিয়া, ও সুবর্ণা সহ অজ্ঞাত আরো কয়েকজন আমাকে ও আমার মাকে বেধড়ক মারধর করে। পরে আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।