বুধবার (২৫জুন) দুপুরে পৌরসভার মিলনায়তনে পৌর প্রশাসক ও লালপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান বাজেট ঘোষনা করেন।
২০২৫-২৬ অর্থ বছরের ৩৮ কোটি ২লক্ষ ৬২ হাজার ৮৯৪ টাকা বাজেটের মধ্যে রাজস্ব খাতে প্রস্তাবিত মোট আয় ৩ কোটি ৮১লক্ষ ১৮হাজার ৬৭৮টাকা, প্রকল্পসহ উন্নায়ন খাতে মোট আয় ৩৪কোটি ২১লক্ষ ৪৪হাজার ২১৬ টাকা। রাজস্ব খাতে প্রস্তাবিত মোট ব্যায় ৩কোটি ৭লক্ষ ৭৮ হাজার ৮৭৬ টাকা, প্রকল্পসহ উন্নায়ন খাতে মোট ব্যায় ৩৪ কোটি ১৪লক্ষ ৫০হাজার টাকা। রাজস্ব উদ্ধৃত্ত দেখানো হয়েছে ৩লক্ষ ৩৯ হাজার ৮০২ টাকা।
উন্মুক্ত বাজেট সভায় পৌর প্রশাসক মেহেদী হাসান বলেন, এ বাজেটে জনগণের স্বপ্ন বাস্তবায়নে রূপ দেওয়া এবং জনগণকে আরও বলিষ্ঠ সেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে আমরা কাজ করছি। আমরা আমাদের পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপ দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি।
পৌর নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামে সঞ্চলনায় বাজেট ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ও সমন্বয় কমিটির সদস্য মমিনুজ্জামান, ডাঃ মোঃ মনজুর রহমান, মোঃ সাজেদুল ইসলাম, নাজমুল খাঁ, মোঃ আব্দুস সবুর, মোছাম্মদ নার্গিস সুলতানা, হিসাব রক্ষক শাহীন আলম সহ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।