লালপুর( নাটোর) প্রতিনিধি // নাটোরের লালপুরে ১৫০ বোতল ফেনসিডিল ও পাইভেটকারসহ ২ভাইকে আটক করেছে লালপুর থানা পুলিশ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ২০২৪) ভোরে উপজেলার চকবাদেকুল পাড়া নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন পাশ্ববর্তী বাঘা উপজেলার জোতকাদিরপুর গ্রামের মুনছার আলীর ছেলে জিয়া (৪৫) ও আশরাফুল ইসলাম (২৭)।
লালপুর থানা সূত্রে জানাযায় প্রতিদিনের ন্যায় লালপুর থানা পুলিশের একটি দল রাত্রীকালিন টহল চলাকালে চকবাদেকুল পাড়া এলাকায় একটি কালো রঙের প্রাইভেট কারের গতিবিধি সন্দেহ জনক হাওয়ায় লালপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে গাড়িটি আটক করে তল্লাশি চালালে গাড়ির ভিতরে থাকা ১৫০ বোতল ফেনসিডিল
সহ জিয়া ও আশরাফুল ইসলামকে কালো রংয়ের প্রাইভেটকারসহ ( ঢাকা মেট্রো গ ১৯-৮৬১৪) আটক করা হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান এ ব্যাপারে লালপুর থানায় মাদকমাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।