মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), লালমোহন ভোলা // ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নে গরীব অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। (মঙ্গলবার ১০ জুন) সকালে উপজেলার কালমা ইউনিয়নের একতা বাজার এলাকায় মানবিক সংগঠন (একতার বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন) এর পক্ষ থেকে ১২টি অসহায় পরিবারকে সাবলম্বী করনের নিমিত্তে এ উপহার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, শম্ভুপুর শাহে-আলম মডেল কলেজের প্রভাষক রিয়াজ উদ্দিন, হাজী নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের প্রভাষক মেহেদি হাসান নিয়াজ, ইউনিয়ন বিএনপি নেতা মাহবুব আলম, একতা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সেলিম, মুসা কালিমুল্লাহ, সমাজ সেবক রিয়াজ গাজী, সংগঠনের পরিচালক লোকমান মোসলমান ও তত্বাবধায়ক মোঃ আবু জাফর-(শামসুদ্দিন) প্রমূখ। সংগঠনের পরিচালক মোঃ লোকমান মোসলমান জানান, একতার বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের পাঁচটি গুরুত্বপূর্ণ উদ্যোগের মধ্যে সাবলম্বী করণ প্রকল্প একটি। আমরা এর আগেও গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, প্রতিটি ঈদে ঈদ উপহার সামগ্রী, বন্যা দূর্গত এলাকায় ত্রাণ ও পূর্নবাসন সহ জটিল ও কঠিন রোগে আক্রান্ত অসুস্থ অসচ্ছল রোগীদের চিকিৎসার খরচ প্রদান করেছি। আমরা এবছর ১২টি অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করছি। “ইনশাআল্লাহ” আমাদের এ মানবিক সংগঠন একতার বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের পরিবারের পক্ষ থেকে এ ধারা অব্যাহত থাকবে।