শুক্রবার (২১ মার্চ) বিকেলে সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোনাতলা গ্রামের মরিয়ম বেগমের একটি ছাগলের ওপর অজগরটি আক্রমণ করে এবং মেরে ফেলে। এ সময় ছাগলের ডাক শুনে মরিয়ম বেগম এমন দৃশ্য দেখে গ্রামবাসীকে জানায়।
পরে কমিউনিটি প্যাট্রলিং গ্রুপ (সিপিজি) সদস্য ও ভিজেল টাইগার টিম (ভিটিআরটি) সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গেলে লোকজনের উপস্থিতি টের পেয়ে সাপটি ছাগলটি ছেড়ে দিয়ে পার্শ্ববর্তী ঝোপের মধ্যে আশ্রয় নেয়। এরপর তল্লাশি চালিয়ে সাপটিকে উদ্ধার করে বনরক্ষীদের সহায়তায় সুন্দরবনে অবমুক্ত করা হয়। ২০ ফুট লম্বা সাপটির ওজন প্রায় ৫৫ কেজি।
শরণখোলা উপজেলা ভিটিআরটি টিমের প্রতিনিধি মো. আলম হাওলাদার জানান, বিশালাকৃতির অজগর সাপ লোকালয়ে ধরা পড়ায় স্থানীয়দের মধ্যে শিশু ও গবাদি পশু নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা ভয়ে বাগানে বের হতে পারছেন না।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. ফারুক হোসেন জানান, সোনাতলা গ্রামের তজুরগেট এলাকার মালেকের বাড়ির বাগান থেকে উদ্ধার হওয়া সাপটি বনরক্ষীদের সহায়তায় সিপিজি ও ভিটিআরটির সদস্যরা শরণখোলা স্টেশন অফিস সংলগ্ন বনে ছেড়ে দিয়েছে।
এ সময় বন সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দিয়েছেন এবং সাপকে পিটিয়ে না মারার অনুরোধ করেছেন স্টেশন কর্মকর্তা ফারুক হোসেন।