অমিত বণিক অপু, ঝালকাঠি // শারদীয় দুর্গোৎসবে আজ মঙ্গলবার মহাষ্টমী। সকালে দুর্গা দেবীর মহাষ্টমীবিহিত পূজা, ব্রতোপবাস ও পুষ্পাঞ্জলি সম্পন্ন হয়েছে। মহাষ্টমীর আকর্ষণ কুমারীপূজাও অনুষ্ঠিত হবে।
গতকাল সোমবার নানা আচার ও আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে মহাসমারোহে উদযাপিত হয়েছে মহাসপ্তমী। পূজার্চনা শেষে দেবীর কৃপালাভের আশায় তার চরণে পুষ্পাঞ্জলি দেন ভক্তরা। মন্ডপে মন্ডপে চলে দেবীবন্দনা।
ঝালকাঠি জেলা শহরের কাঁশারীপট্টি, হরিসভা, কালীবাড়ি, আখরাবাড়ি, বাগানবাড়ি দুর্গাপূজা মন্দিরসহ সব কটি পূজামন্ডব গুলোতে ঢাকের বাদ্য, চন্ডিপাঠ, মন্ত্রপাঠ, কাঁসর ঘণ্টা, শঙ্খ আর উলুধ্বনিতে মুখর ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মন্ডপগুলোয় দর্শনার্থীদের ভিড় দেখা গেছে।
আজ মহাষ্টমীর দিনে মন্ডপগুলোয় ভিড় বাড়বে বলে জানান আয়োজকরা। মহাষ্টমীর আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় হবে সন্ধিপূজা।
আগামীকাল বুধবার মহানবমী এবং বৃহস্পতিবার বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনের দুর্গোৎসব শেষ হবে।