1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
শিক্ষকের বাড়িতে মিলল সাড়ে ৫ হাজার কেজি সরকারি চাল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৮ অপরাহ্ন

শিক্ষকের বাড়িতে মিলল সাড়ে ৫ হাজার কেজি সরকারি চাল

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // সিরাজগঞ্জের কাজিপুরে সাবেক এক স্কুলশিক্ষকের বাড়ি থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার কেজি খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল উদ্ধার করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) গভীররাতে উপজেলার সদর ইউনিয়নের বেড়িপোটল গ্রামের তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক জাহাঙ্গীর আলমের বাড়ির ভেতরের একটি গুদামে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল নাজিরশাইল ও মিনিকেটের বস্তায় রাখা হয়েছিল।

খবর পেয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিরনা আক্তারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল সেখানে অভিযান চালিয়ে চালগুলো সিলগালা করে।

কাজিপুর সেনাক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলাম অভিযানে সহায়তা করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিন আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেড়িপোটল এলাকায় তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জাহাঙ্গীর আলমের বাড়িতে অভিযান চালিয়ে ১৮৩ বস্তায় পাঁচ হাজার ৪৯০ কেজি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করা হয়। এ বিষয়ে নিয়মিত মামলা করার জন্য স্থানীয় খাদ্যগুদাম কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ