ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় শিশুটির বাবা মো. মাহমুদ হাসান একটি মামলা দায়ের করেছেন।
মাহমুদ হাসান জানান, গত মঙ্গলবার বিকেলে ইরতিজার চোখের সমস্যা নিয়ে তারা বাংলাদেশ আই হসপিটালে যান। বাম চোখের মধ্যে ময়লা জাতীয় কিছুর অস্তিত্ব নিশ্চিত করেন চিকিৎসক। সেদিনই রাত সাড়ে ৮টার দিকে তার অস্ত্রোপচার করেন শাহেদারা বেগম।
তবে সেখান থেকে বের করার পর তারা দেখতে পান বাম চোখের জায়গায় ডান চোখে অস্ত্রোপচার করা হয়েছে। তখন বিষয়টি শাহেদারাকে জানালে তিনি দুঃখ প্রকাশ করেন এবং পুনরায় ইরতিজার বাম চোখে অস্ত্রোপচার করেন।