1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
শুভর সঙ্গে প্রেম, মুখ খুললেন ঐশী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন

শুভর সঙ্গে প্রেম, মুখ খুললেন ঐশী

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৬৫ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন ডেস্ক // গেল জুলাইয়ে সংসার ভাঙার খবর প্রকাশ্যে আনেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। স্ত্রী অর্পিতার সঙ্গে সাড়ে নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তিনি। সেসময় গুঞ্জন রটে- নায়কের সংসার ভাঙার পেছনে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’খ্যাত তারকা জান্নাতুল ফেরদৌস ঐশীর হাত রয়েছে! কারণ শুভ-ঐশীর প্রেমের সম্পর্কের প্রভাবেই নায়কের সংসারে অশান্তির শুরু।

এতদিন বিষয়টি নিয়ে চুপ ছিলেন শুভ-ঐশী দুজনেই। অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী। তার কথায়, ‘আমার মাথা খারাপ না যে, একজন বিবাহিত লোকের সঙ্গে প্রেম করব। এটা আমার জন্য খুবই লজ্জাজনক।’

নায়কের সংসার ভাঙা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘একটি সম্পর্ক ভাঙা খুবই দুঃখজনক। দুঃস্বপ্নেও চিন্তা করতে পারি না, আমার জন্য কারো সংসার ভাঙবে। আমি বিশ্বাস করি আপনি যেটা করবেন, সেটা ফিরে আসবে। আমি আজ কারো সংসার ভাঙলে অন্য কেউ এসে আমারটা ভাঙবে। প্রকৃতি কখনো ছাড় দেয় না।’

সঙ্গে এও বলেন, ‘আমাকে জড়িয়ে কথা ছড়ানো খুবই নোংরামি। শুভ ভাইয়ের সঙ্গে আমার কোনো দিন প্রেমের সম্পর্ক ছিল না এবং ভবিষ্যতেও হবে না। সহশিল্পী হিসেবে আমি তাকে খুবই সম্মান ও পছন্দ করি। সে আমার মেন্টরের মতো। এ ধরনের সম্পর্ক হওয়ার মতো আমাদের কোনো দিন কোনো আবেগ কাজ করেনি।’

উল্লেখ্য, ফ্যাশন ডিজাইনার অর্পিতার সঙ্গে ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন আরিফিন শুভ। প্রায় সাড়ে নয় বছর পর তাদের সংসার ভাঙে গেল জুলাইয়ের ২০ তারিখে।

অন্যদিকে আরিফিন শুভর বিপরীতে ‘মিশন এক্সট্রিম’ দিয়ে সিনেমায় অভিষেক হয় ঐশীর। এরপর তারা কাজ করেন আরও দুটি সিনেমায়। বর্তমানে তাদের অভিনীত ‘নূর’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ