যশোরের অভয়নগরে একটি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ৬ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞাত ব্যক্তি কর্তৃক ভয়ভীতি প্রদর্শনে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে ভর্তি করে স্কুল কর্তৃপক্ষ।
বুধবার (২১ মে) দুপুরে উপজেলার পায়রা ইউনিয়নের টিএম আব্দুল হামিদ বালিকা বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, বুধবার দুপুরের দিকে অজ্ঞাত এক ব্যক্তি তাদের শ্রেণিকক্ষে আসেন। এরপর সেই ব্যক্তি উপস্থিত শিক্ষার্থীদের কাছে নানা প্রশ্ন করতে শুরু করেন। উত্তর সঠিক হয়নি বলে ওই ব্যক্তি তার মোবাইল ফোনে শিক্ষার্থীদের ছবি তোলেন এবং ইন্টারনেটে প্রকাশ করবেন বলে ভয়ভীতি প্রদর্শন করেন। এসময় শ্রেণিকক্ষের ভেতর ৬ শিক্ষার্থী আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে স্কুল কর্তৃপক্ষ তাদেরকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আবির হোসেন বলেন, ‘একটি স্কুলের ৬ জন শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। দুইজন রোগী বাড়ি ফিরে গেছে। অপর চার জনের শারীরিক অবস্থা অনেক ভালো।’
অসুস্থ এক শিক্ষার্থীর অভিভাবক শফিয়ার রহমান বলেন, স্কুল চলাকালীন শ্রেণিকক্ষের ভেতর একজন অজ্ঞাত ব্যক্তি ঢোকেন কীভাবে। বিষয়টি দুঃখজনক। স্কুল কর্তৃপক্ষ এর দায় এড়াতে পারে না।
এ ব্যাপারে টিএম আব্দুল হামিদ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপুর্ব কুমার বিশ্বাস বলেন, একজন বহিরাগত ব্যক্তির কারণে শ্রেণিকক্ষের ভেতর ঘটে যাওয়া ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। অসুস্থ ৬ শিক্ষার্থী সুস্থ হয়ে উঠেছে। ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে সেদিকে খেয়াল রাখা হবে। এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিস বা থানা পুলিশের কাছে কোনো অভিযোগ করবেন না বলে জানান প্রধান শিক্ষক।