সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর মুজিব পল্লীতে সন্তানকে প্রতিবন্ধী কার্ড দেয়ার প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে গৌরারং ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মমিন মিয়ার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১২ টায় সুনামগঞ্জ শহরের পৌরবিপনীতে সংবাদপত্রের অফিসে এক সংবাদ সম্মেলন করেছেন করেছেন নির্যাতিতা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গত ৬ সেপ্টেম্বর ৩ ঘটিকার সময় আমার প্রতিবেশী আব্দুর রহিম ও তার স্ত্রী খুদেজা আমার প্রতিবন্ধী ছেলেকে প্রতিবন্ধী কার্ড দেয়ার কথা বলে তাদের ঘরে যেথে বলে, আমি সরল বিশ্বাসে তাদের ঘরে যাই। বাসায় গিয়ে দেখতে পাই গৌরারং ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মমিন মিয়াকে। এ সময় মমিন আমাকে ঝাপটে ধরে কাপড় দিয়ে মুখে চাপা দিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।’
তিনি আরও বলেন, ‘এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমি একজন নিরীহ ও অসহায় মানুষ। ন্যায় বিচার পাওয়ার আশায় আপনাদের কাছে এসেছি। ঘটনার সুষ্ঠু তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।’
অভিযুক্ত মমিন মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ‘অভিযোগটি মিথ্যা ও ষড়যন্ত্র মূলক। এলাকার একটি প্রতিপক্ষের যোগসাজশে আমার মান সম্মান ক্ষুন্ন করার জন্য মিথ্যা অভিযোগ করা হয়েছে। এরকম কোনো ঘটনার সঙ্গে আমি জড়িত নই।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, ‘এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।