1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
সমুদ্রে পথ হারানো ১৪ পর্যটককে উদ্ধার করেছে নৌ পুলিশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন

সমুদ্রে পথ হারানো ১৪ পর্যটককে উদ্ধার করেছে নৌ পুলিশ

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ১৩ 0 বার সংবাদি দেখেছে
কুয়াকাটা প্রতিনিধি // পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্রে ঘুরতে গিয়ে ঘন কুয়াশায় পথ হারিয়ে ফেলা ১৪ জন পর্যটককে উদ্ধার করেছে নৌ পুলিশ। উদ্ধার হওয়া সকল পর্যটক সুস্থ আছেন।

গতকাল বুধবার বেলা ১১টার দিকে কুয়াকাটা ঘুরতে আসা পর্যটক ডা. গোলাম ইসতিয়াক আবির দম্পতি পরিবারের সবাইকে নিয়ে কুয়াকাটা সৈকত থেকে ফাইবার বোটে সমুদ্রের বুকে জেগে ওঠা চর বিজয় নামক পয়েন্টে ভ্রমণে যান। ভ্রমণ শেষে বিকেল ৪টার দিকে চর বিজয় থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতে ফেরার সময় ঘন কুয়াশা এবং ইঞ্জিন ত্রুটির কারণে বোটচালক পথ হারিয়ে ফেলেন। তবে তাদের ট্রলারটি তীরের কাছাকাছি ছিলো। ট্রলারে থাকা ডা. গোলাম ইসতিয়াক আবির আতঙ্কিত হয়ে জরুরি সেবা ৯৯৯ এ কল করে সহযোগিতা চান।

ওই বোটে থাকা ডা. গোলাম ইশতিয়াক আবির বলেন, ‘পরিবার নিয়ে কুয়াকাটা ঘুরতে এসেছিলাম। চর বিজয় থেকে ফেরার পথে আমাদের বোটের ইঞ্জিল বিকল হয়ে যায় এবং গতিপথ হারিয়ে ফেলি। তখন আমি দ্রুত ৯৯৯ ফোন করি। খবর পেয়ে কুয়াকাটা নৌ পুলিশ আমাদেরকে উদ্ধার করে।’

এ প্রসঙ্গে কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমিতির সভাপতি কেএম বাচ্চু বলেন, ‘চর বিজয় কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে খুবই নিকটে। তবে ঘন কুয়াশার জন্য পর্যটকরা ভয় পেয়ে গিয়েছিলেন। মূলত আমাদের বোটের চালক পথ হারায়নি, বোটের ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল। বোটচালক এই সমস্যার কথা আমাদের জানালে আমরা অন্য একটি বোট নিয়ে রওনা দেই। কিন্তু এর আগেই তারা আতঙ্কিত হয়ে জরুরি সেবা ৯৯৯ এ কল করে সাহায্য চান।’

এদিকে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দেলওয়ার হোসেন বলেন, ‘আমাকে জাতীয় জরুরি সেবা থেকে অবগত করলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাৎক্ষণিকভাবে সঙ্গীয় অফিসার ফোর্সসহ স্পিডবোটযোগে তাদেরকে উদ্ধারের উদ্দেশ্যে রওনা হই। দ্রুত তাদের অবস্থান শনাক্ত করে সৈকতের গঙ্গামতি পয়েন্ট থেকে তাদেরকে উদ্ধার করে নিরাপদে কুয়াকাটা সৈকতে নিয়ে আসি ৷ উদ্ধার হওয়া ১৪ জন পর্যটক নিরাপদে ও সুস্থভাবে ফিরে আসায় তারা সংশ্লিষ্টদের আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বর্তমানে পর্যটকরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ