নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশালে একের পর এক উচ্ছেদ অভিযান চালিয়েও উদ্ধার করা যাচ্ছে না বরিশালে কয়েক হাজার কোটি টাকার সরকারি জমি। রাস্তার পাশে সড়ক বিভাগ ও সিটি করপোরেশনের জমিতে দোকানপাট-গুদাম বসিয়েছে দখলদারেরা। স্থানীয় প্রভাবশালীদের দাপটে নিষ্ফল হচ্ছে প্রশাসনের অভিযান।
বরিশাল নগরীর সাগরদী থেকে রুপাতলী পর্যন্ত রাস্তার পাশের তিন হাজার শতাংশ জমি সাত শ দখলদারের কবলে। সড়ক বিভাগের এই জমির আনুমানিক মূল্য চার শ কোটি টাকা। গত দুই বছরে একাধিক অভিযানেও তা দখলমুক্ত করা যায়নি।
সড়ক বিভাগ ও বরিশাল সিটি করপোরেশনের এমন কয়েক হাজার কোটি টাকার জমি বেদখল হয়ে আছে। অভিযান চালিয়ে উদ্ধার করা হলেও, কিছু দিনের মধ্যেই আবারও দোকান-গুদাম বসাচ্ছে অবৈধ দখলদারেরা।
স্থানীয়রা বলছেন, প্রতি বছরই উচ্ছেদ অভিযানে অবৈধ স্থাপনা ভাঙা হয়। তবে কিছুদিন পরই এসব স্থাপনা আবার নির্মাণ হয়। যখন যে সরকার আসে সেই সরকারের প্রভাবশালীরা এসব স্থাপনা উচ্ছেদ না করার পেছনে নিজেদের প্রভাব খাটায়। যার কারণে নগরীতে যানজটের শেষ হয় না। জনগণের ভোগান্তিও কমে না।
তবে এবার কঠোর অবস্থানের কথা জানিয়েছে সড়ক বিভাগ। সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে শিগগিরই শুরু হবে অভিযান।
সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম বলেন, ‘আমরা উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য বেশ কয়েকটি পয়েন্ট নির্বাচন করেছি। এসব পয়েন্টে যারা অবৈধ স্থাপনা নির্মাণ করেছে তাদের নামেরও তালিকা করেছি। তাদের কাছে শিগগিরই স্থাপনা উচ্ছেদের জন্য নোটিশ পাঠানো হবে। নোটিশ পেয়ে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে স্থাপনা উচ্ছেদ করা না হয় তাহলে আইনি প্রক্রিয়ায় পদক্ষেপ গ্রহণ করা হবে।’
সাগরদী থেকে রুপাতলী প্রতিদিন অন্তত ২০ হাজার যানবাহন চলাচল করে। সড়কের আশপাশ দখলে থাকায় যানজটের ভোগান্তিতে পড়কে হয় নগরবাসীকে।