
মো:রাকিব জোমাদ্দার কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি // দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীর মহিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় মহিপুর থানার সকল সাংবাদিকদের আয়োজনে মহিপুর চৌরাস্তায় (ব্রিজের ওপর) ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন—দৈনিক দেশের ডাক–এর প্রতিনিধি মো. মিজানুর রহমান রিপন, দৈনিক কলমের কণ্ঠ–এর প্রতিনিধি মো. ইউসুফ আকন ফিরোজ, সময়ের খবর–এর স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ মানিক, দৈনিক সকাল–এর কলাপাড়া প্রতিনিধি সাইফুল ইসলাম সাগর, এবং থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউসুফ হাওলাদার। সঞ্চালনায় ছিলেন দক্ষিণ অঞ্চল পত্রিকার কুয়াকাটা প্রতিনিধি মো. রিপন মুসল্লী।সত্য সংবাদ এরপ্রতিনিধি রাকিব জোমাদ্দার এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক দক্ষিণের কাগজ–এর প্রতিনিধি মো. রুহুল আমিন হাওলাদার, বাংলাদেশ সমাচার–এর থানা প্রতিনিধি মুন্সি ইউসুফ, বাংলার কণ্ঠস্বর–এর উপজেলা , মনিং পোস্ট–এর প্রতিনিধি সোহাগ হাওলাদার, দৈনিক মাতৃজগত–এর প্রতিনিধি রহিম সিকদার, বাংলা অ্যাফেয়ার্স–এর কুয়াকাটা প্রতিনিধি গনী আকন, মানুষের কল্যাণে প্রতিদিন–এর প্রতিনিধি আল-আমিনসহ মহিপুর থানার কর্মরত সকল সাংবাদিক। মানববন্ধনে বক্তারা বলেন—সন্ত্রাসীরা শুধু সাংবাদিক তুহিনকে হত্যা করেনি, ধ্বংস করেছে তার পুরো পরিবারকে। তারা সারা দেশে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে, সাগর–রুনি এবং কুয়াকাটায় বাংলাভিশনের সাংবাদিক মিরনের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানান। ইতিমধ্যে সাংবাদিক তুহিন হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান—খুনিদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি, এমনকি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এবং দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।