ডেক্স রিপোর্ট // বানারীড়ার সিনিয়ার সাংবাদিক মো:নাঈম মোঘলের পিতা বানারী পাড়া বাজারে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আশরাফ উদ্দিন মোঘল এর ১৬তম মৃত্যুবার্ষিকী কাল । ২০০৯ সালে বার্ধক্য জনিত কারণে তিনি তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার রুহের মাগফেরাত কামনায় আগামীকাল ১৫ই জানুয়ারি বাদ জোহর বানারীপাড়া পৌরসভার মোঘল বাড়িতে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।