গৌরনদী প্রতিনিধি।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-র সহযোগী সংগঠন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদারের মা সাহানারা বেগম (৫৮) বুধবার দিবাগত রাত তিনটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বড় কসবা গ্রামের নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)।
তিনি স্বামী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
বৃহস্পতিবার বাদ যোহর মরহুমার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে বিএমএসএফ’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, বিএমএসএফ’র গৌরনদী উপজেলা শাখার সভাপতি এসএম মিজান, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের গৌরনদী উপজেলা শাখার সভাপতি মণীষ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক জামিল মাহমুদ সহ উভয় কমিটির সকল নেতৃবৃন্দরা গভীর শোক ও মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।