নিজস্ব প্রতিবেদক // বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘দানা’-তে রূপ নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে ভোলায় ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন।
এ নিয়ে আজ বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সাগরে ঘূর্ণিঝড় ‘দানা’, উপকূল থেকে কমেছে দূরত্বসাগরে ঘূর্ণিঝড় ‘দানা’, উপকূল থেকে কমেছে দূরত্ব সভায় জেলা প্রশাসক আজাদ জাহান জানিয়েছেন, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরকে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। জেলার ৭ উপজেলায় ৮৬৯টি আশ্রয়কেন্দ্র এবং গবাদি পশুর জন্য ১৪টি কিল্লা প্রস্তুত রাখা হয়েছে।
জেলা প্রশাসক আরও জানান, ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবিলায় প্রস্তুত রয়েছে স্বেচ্ছাসেবক এবং মেডিকেল টিমের কর্মীরা। মাছ শিকার নিষিদ্ধ থাকায় জেলেরা নদীতে অবস্থান করছে না।
আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান খান স্বাক্ষরিত আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে (৪) বুধবার ঘূর্ণিঝড়ের তথ্য জানানো হয়েছে।
বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘দানা’-এ পরিণত হয়েছে।