মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে নলছিটি উপজেলার গৌরিপাশা সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন সাব-অফিসার মফিজুর রহমান।
নিখোঁজ রায়হান ওই এলাকার মো. আলী মল্লিকের ছেলে।
স্থানীয়রা জানান, ভোর ছয়টার দিকে প্রতিবেশী জেলে বিপ্লব হাওলাদারের সঙ্গে মাছ ধরতে গিয়েছিল রায়হান। জাল ফেলে অপেক্ষার সময় ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চ নৌকাটিকে ধাক্কা দেয়। এতে নৌকাটি দুভাগ হয়ে ডুবে যায়। এ সময় বিপ্লব সাঁতরে অন্য নৌকায় উঠতে সক্ষম হলেও রায়হান নদীতে ডুবে যায়।
নিখোঁজ রায়হান স্থানীয় একটি মাদ্রাসার নুরানি বিভাগে পড়ত। শেষ খবর পাওয়া পর্যন্ত নলছিটি ফায়ার সার্ভিস ও বরিশাল সদর দমকল বিভাগের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।