1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সুবিধাভোগীদের চালের কার্ড আত্মসাতের প্রতিবাদে মানবন্ধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
নীলফামারী জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক মীর সেলিম ফারুকের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন জলঢাকা উপজেলা তাঁতীদল ট্রাফিক বক্সে ট্রাকের ধাক্কা, আহত ২ পুলিশ সদস্য বরিশালে অন্যের স্ত্রী নিয়ে পার্কে ঘুরতে গিয়ে এসআই ক্লোজড কদর বাড়ছে ঝালকাঠির বিলাতি গাবের শুটিংয়ে গুরুতর আহত শাহরুখ, নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে জামায়াতের মূল পর্বের সমাবেশ শুরু গোপালগঞ্জে কারফিউ ১৪ ঘণ্টার জন্য শিথিল দেশ ও জাতির উন্নয়নে অগ্রাধিকার ‘ভালো মানুষ’ হওয়া: সেনাপ্রধান বিশ্ব ঐতিহ্যসুন্দরবন শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় বাংলাদেশের অমূল্য প্রাকৃতিক ঐতিহ্য হুমকির মুখে  অর্থনীতি পরিবেশ জীববৈচিত্র্যে খোকার অপেক্ষায় এখনো দরজায় বসে থাকেন মা 

সুবিধাভোগীদের চালের কার্ড আত্মসাতের প্রতিবাদে মানবন্ধন

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৬০ 0 বার সংবাদি দেখেছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ৬ নং চিংড়াখালী ইউনিয়ন ১নং ওয়ার্ড নিবাসী মোহাম্মদ আলীর বিরুদ্ধে গরীব-অসহায়দের সরকার কর্তৃক দেয়া রেশনের ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চালের কার্ড আত্মসাত এর অভিযোগে স্থানীয়রা প্রতিবাদে মানববন্ধন করেছেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেন। ওয়ার্ডবাসী ভুক্তভোগী জনসাধারণ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। তারা বলেন গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর মোখলেছ শেখের পুত্র মোহাম্মদ আলী শেখ রেশনের ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চালের কার্ডের বিষয়ে স্থানীয়ভাবে দেখার দায়িত্ব নেয়, ইউনিয়নের এই চালের কার্ড তার মাধ্যমে জমা দেওয়া হয়। উক্ত জমাকৃত কার্ডের চাল ছাড়িয়ে সুবিধাভোগী কার্ডের নাম ধারীদের না দিয়ে মোহাম্মদ আলী নিজেই তা আত্মসাত করে।
এ বিষয়ে ভুক্ত ভোগী চিংড়াখালীর আবু বকর সর্দারের পুত্র ফজলু সর্দার(৪৫), কার্ডধারী আইউব আলী হাওলাদারের পুত্র লতিফ হাওলাদার এবং ইদ্রিস শেখের স্ত্রী রাশিদা বেগম(৫৫) দাবী করেন যে, বিগত কয়েক বছর ধরে গরীব অসহায়দের এই সরকারের দেয়া চাল ১৫/- টাকা কেজি দরে জনপ্রতি ৩০ কেজি চালের কার্ড থেকে চাল ছাড়িয়ে কোনমতে কষ্টে তাদের জীবন অতিবাহিত হয়। সেই কার্ডের চাল মোহাম্মদ আলী শেখ ঐ চাল ছাড়িয়ে নিজ বাড়ী নিয়ে আত্মসাত করেছে। অনেকে কাজকর্ম করতে পারে না, কেউ প্রতিবন্ধীর, কেউ বৃদ্ধ। মানববন্ধনে উপস্থিত ছিলেন সরোয়ার সর্দারের স্ত্রী সজনী বেগম, আবু বকরের পুত্র নজরুল সর্দার সহ স্থানীয় বহু ভুক্তভোগী। এ সময় মসজিদের প্রতিষ্ঠাতা মনিরুদ্দিন শেখ এর পুত্র সোবাহান শেখ(৬০) বলেন, ‘মসজিদের টাকা নিয়েও আলীর সাথে হিসাবের গড়মিল আছে।’ আন্তর্জাতিক মানবাধিকার আশেক ফাউন্ডেশনের উপজেলা যুগ্ন-সম্পাদক আজিম শেখ বলেন, বিভিন্ন অভিযোগ তারা শুনেছেন, এই আলী শেখের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। বর্তমানে মোহাম্মদ আলীর বিরুদ্ধে বিভিন্ন ভাবে দলীয় চাপ আছে, দল থেকে তার এই অনৈতিক কর্মকান্ডের জন্য জবাব দিতে বলা হয়েছে। এছাড়া মাসুদ হাওলাদার বলেন, বর্তমানে দলীয়ভাবে মোহাম্মদ আলী কার্ডের দায়িত্ব পেয়ে চিংড়াখালী ইউনিয়নের অনেক মানুষের ক্ষতি করেছে। এ ছাড়াও মানববন্ধনে শতাধিক মানুষ প্রানের দাবী, প্রশাসনকে মোহাম্মদ আলীর এই দূর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম বলেন, আলীর বিরুদ্ধে এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। যাহা খাদ্য নিয়ন্ত্রক অফিসার এবং ট্যাগ অফিসারের মাধ্যমে তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা প্রমাণ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত আলী শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, কার্ডের বিষয়ে আমি সম্পূর্ণ ভাবে কিছু বলতে পারছিনা দায়িত্বরত আরো কিছু মানুষ আছে। তারা হয়তবা বলতে পারবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ