নিজস্ব প্রতিবেদক // একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, মানবতার ফেরিওয়ালা ও গণমানুষের আস্থার শেষ ঠিকানা হয়ে ওঠার ইতিহাস অনেকটাই দীর্ঘ। তেমনি এক নেতা ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আগামী দিনের নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছেন জনসাধারণের নেতা হাবিবুর রহোমান সেলিম রেজা। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে দুঃসময়ে দলের পাশে থেকে রাজপথে নিজেকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সংগ্রামী এক সাহসী কণ্ঠস্বর হয়ে ওঠা হাবিবুর রহোমান সেলিম রেজা। রাজাপুর-কাঁঠালিয়ার মানুষের কাছে একজন মানবিক ও দরদী জননেতা হয়ে উঠেছেন।
তার নিজস্ব ভাবে মানুষের ভালোবাসা তৈরি করতে সক্ষম হয়েছেন। তিনি তার বলিষ্ঠ প্রচেষ্টায় সকল স্তরের অভিমানী ও সকল সক্রিয় দলের নেতা কর্মীদের এক কাতারে এনে একটি শক্তিশালী জাতীয়তাবাদী দল বিএনপি তৈরি করার কাজে নিজেকে সবসময় ব্যস্ত রাখছেন। অনেকেই জানিয়েছেন, তার মধ্যে যে নেতৃত্বের সাহস, চিন্তার পরিপক্বতা, আর মানুষের প্রতি ভালোবাসা তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। অনেকে রাজনীতিকে শুধুই ক্ষমতার খেলা ভাবে, তখন হাবিবুর রহোমান সেলিম রেজা রাজনীতিকে দেখেন জনসেবা আর ন্যায়ের জায়গা থেকে। তরুণদের স্বপ্ন, প্রবীণদের আস্থা উনার পাশে দাঁড়িয়ে এক নতুন রাজনীতির সূচনা হতে পারে এই রাজাপুর-কাঠালিয়া অঞ্চলের মানুষের জন্য। এই মাটি, এই মানুষের জন্য দরকার হাবিবুর রহোমান সেলিম রেজা এর মতো এমন একজন নেতা যিনি কথা বলেন, কিন্তু তার চেয়েও বেশি কাজ করেন।
শুভকামনা জানিয়ে ঝালকাঠি জেলা ছাত্রদল নেতা সরদার গোলাম রাব্বি বলেন, যিনি গরীবের দুঃখে নিজে দুঃখ পান আবার গরিবের আনন্দে নিজে আনন্দিত হন। রাজনীতি উন্নয়ন কিংবা রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন জননেতা গরিবের বন্ধু হাবিবুর রহোমান সেলিম রেজা। তৃণমূল কর্মীদের খোঁজখবর রাখতেন সে একজন কর্মীবান্ধব তৃণমূলের আস্থার প্রতীক। ঝালকাঠি জেলা ছাত্রদল সব সময় তার পাশে আছে ও থাকবে। জেলা ছাত্রদল নেতা গোলাম রাব্বি তাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনার পথচলা হোক মসৃণ, রাজাপুর-কাঁঠালিয়ার বাসির প্রত্যাশা আপনি পূরণ করবেন, ইনশাআল্লাহ।