মঙ্গলবার চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী এ রায় দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, জিয়া, কামাল, আবুল বাশার ও মাহমুদ।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইয়েদুল ইসলাম বাবু জানান, ২০১৩ সালের ২০ মে মতলব দক্ষিণ উপজেলায় রসুলপুর গ্রামে রহিমাকে হত্যা করা হয়। এ ঘটনার দুইদিন পর থানায় মামলা হয়।
তদন্ত শেষে পুলিশ ওই বছরের সেপ্টেম্বর আদালতে অভিযোপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।
Leave a Reply