
এস এম আলতাফ হোসাইন সুমন, লালমনিরহাট // লালমনিরহাটের হাতীবান্ধায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগ টংভাঙ্গা ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যার পূর্বে উপজেলার ভবানীপুর ছেফাতিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ছাত্রনেতা রহমত আলীর সঞ্চালনায় ও টংভাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি গোলাম আযমের সভাপতিতে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার আমির প্রভাষক হাসান আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন ভবানীপুর সিফাতিয়া মাদ্রাসার অধ্যক্ষ মনজুরুল ইসলাম, জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা বায়তুল মাল সম্পাদক আবু মুসাসহ জামায়াতে ইসলামের অঙ্গসংগঠনের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সহ অনেকেই।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর টংভাঙ্গা ইউনিয়ন শাখার সহ-সভাপতি রহমত আলী, ছাত্রনেতা মেহেদী হাসান, আরিফুল ইসলাম আরিফ, জামায়াত নেতা শাহেদুল আলম নীরব, ও আসাদ মুসাফির।