
এস এম আলতাফ হোসাইন সুমন, লালমনিরহাট // পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধায় ব্র্যাক এর সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা ( সেলপ) এর কর্মসূচির উদ্যোগে স্বপ্নসারথি গ্রাজুয়েশন সম্মাননা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৪শে সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে ব্র্যাকের লালমনিরহাট জেলা শাখার উক্ত কর্মসূচির ব্যবস্থাপক জনাব রিপন কুমার সাহা এর সভাপতিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম মিঞা।
উক্ত কর্মসূচির অফিসার মোঃ দুলু মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন সম্মাননা অনুষ্ঠানে এ কর্মসূচি সম্পর্কে ব্যাপক আলোচনা করেন- রিপন কুমার সাহা।
২০২৩ সাল থেকে ব্র্যাক SELP কর্মসূচির আওতায় এই উপজেলায় ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোর কিশোরদের নিয়ে স্বপ্ন সারথি কার্যক্রম শুরু হয়। যাহা এখন পর্যন্ত চলমান রয়েছে। এই কর্মসূচির মাধ্যমে কিশোর, কিশোরীদের জীবন মানের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, নানামুখি প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বপ্নপূরণ ও নিজেদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম মিয়া বাল্যবিযের সুফল ও কুফল নিয়ে ব্যাপক আলোচনা করেন।
শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ২৭ জন কিশোরীকে সনদপত্র প্রদান করা হয।