ববি প্রতিনিধি // বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদল ফ্যাসিস্ট হাসিনা সরকারের এবং তার পরিবারের নামে দেয়ালখচিত ছবি,নাম ও অন্যান্য নিদর্শন থেকে নাম অপসারনের নিমিত্তে আজ মঙ্গলবার ১২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি স্মারকলিপি প্রদান করে। তারা স্বারকলিপির মাধ্যমে জানায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনার নামের সাথে জুলাই আগস্ট গনহত্যার চেতনার সাথে সরাসরি সাংঘর্ষিক। তারা দাবি হিসেবে জানায় অনতিবিলম্বে শেখ হাসিনা ও তার পরিবারের নামের বিশ্ববিদ্যালয়ের সকল নামফলক, চিহ্ন, স্মৃতি সম্বলিত নিদর্শনের অপসারন চায় তারা। বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য আরিফ হোসেন শান্ত বলেন, “জুলাইয়ে স্বৈরাচার সরকারের পৈশাচিক কর্মকাণ্ডের পর আমরা হলের শিক্ষার্থীরা চাইনি শেখ হাসিনার নামকরণ বলবৎ থাকুক। এ ছাড়া হলে স্বৈরাচার সরকারের ম্যুরালও ছিল, যেটা আমাদের জন্য, এমনকি এখানকার স্থানীয়দের জন্যও অস্বস্তিকর বিষয় হয়ে দাঁড়িয়েছিল। সব মিলিয়ে আমরা হলের নাম পরিবর্তন ও ম্যুরাল অপসারণের জন্য আবেদন করি। আমরা চাই প্রশাসন দ্রুতই ম্যুরাল অপসারণ করবে। আশা করি হলের নামও দ্রুত পরিবর্তন হবে।” আইন ডিপার্টমেন্ট শিক্ষার্থী ও বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্মী আব্দুল্লাহ নূর কাফি বলেন,” ১৯৭২ এর সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ, কোটি কোটি টাকা পাচার এবং হাজার হাজার ভিন্নমতাবলম্বী ও বিরোধীদের বিচারবহির্ভুত হত্যাসহ (৭২-৭৫, ২০০৯-২০২৪) এবং বাংলাদেশের জনগণের সঙ্গে যা যা করেছেন, আওয়ামী লীগকে তা অবশ্যই স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। পতিত ফ্যাসিস্টের কোন চিহ্ন বরিশাল বিশ্ববিদ্যালয় থাকতে পারে না।” বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মী হিসেবে এ স্মারকলিপিকে সমর্থন করে আরো স্বাক্ষর করেন আজমাইন সাকিব,মাহমুদ ইমরান,জিয়াদুল ইসলাম,সাজ্জাদ, আলভি,রাকিব প্রমুখ।