মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।।
মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সর্বস্তরের মানুষের সাথে বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান। এসময় তিনি বলেন, হুজুরেরা এখন সুদের ওয়াজ বন্ধ করে দিয়েছে। অথচ এক বছর আগেও সুদের ওয়াজ ছিলো। আগামী ডিসেম্বর এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচনেরও দাবী জানান তিনি। ন্যায়ভিত্তিক দেশ ও সমাজ প্রতিষ্ঠায় এবং ভোটাধিকারের লড়াইয়ে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি। মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা মাল্টি পারপাস অডিটরিয়াম হলরুমে অনুষ্ঠিত সভায় মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান। সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, বরিশাল জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ। রাজিব আহসান বিএনপির পক্ষ থেকে সর্বস্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। তিনি সবার জীবনের নানান অভিজ্ঞতা, সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং রাজনৈতিক প্রত্যাশার কথা জানতে চেয়েছেন। তিনি বলেন, “আপনাদের সমস্যা ও স্বপ্নের কথা আগামীতে বিএনপির পরিকল্পনা ও কর্মকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।