ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিহারের দারভাঙ্গা জেলার সরকারি ললিত নারায়ণ মিথিলা বিশ্ববিদ্যালয়ের (এলএনএমইউ) একজন স্নাতকের শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞানের পার্ট-টু পরীক্ষার একটি কোর্সে ১০০ নম্বরে ১৫১ পান।
ওই শিক্ষার্থী বলেন, আমি রেজাল্ট দেখে সত্যিই খুব অবাক হয়েছি। যদিও এটা অস্থায়ী মার্কশিট ছিল। তার পরও ফল প্রকাশের আগে কর্তৃপক্ষের যাচাই করা উচিত ছিল। এদিকে, একই শিক্ষাপ্রতিষ্ঠানটির আরেক শিক্ষার্থী অ্যাকাউন্টিং ও ফিন্যান্স পরীক্ষায় শূন্য নম্বর পেয়েছেন। তার পরও তাকে পরের গ্রেডে উন্নীত করে দেওয়া হয়েছে।
ওই শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বীকার করেছে, আমার ফলের ক্ষেত্রে টাইপিং ত্রুটি ছিল। পরে সংশোধিত মার্কশিট দিয়েছে। ওই দুই মার্কশিটেই টাইপিংয়ে ত্রুটি ছিল উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মুস্তাক আহমেদ বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ত্রুটি সংশোধন করে দুই শিক্ষার্থীকেই নতুন করে মার্কশিট দেওয়া হয়েছে।
Leave a Reply