নিউজ ডেস্ক।।
১০ বছরে পা দিয়েছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলার কন্ঠস্বর। অগণিত পাঠকের ভালোবাসা নিয়ে দীর্ঘ এতটা সময় দাপটের সঙ্গে টিকে আছে, এটা খুবই আনন্দের। পোর্টালটি পাঠকের আস্থা অর্জন করে চলেছে। ৯ম বর্ষপূর্তির এই শুভলগ্নে পোর্টালটি মো: রাকিবুল হাছান এর প্রকাশনা ও সম্পাদনায় অগণিত পাঠকের আস্থা অর্জন করেছে। এ জন্য পাঠকদের প্রতি অশেষ কৃতজ্ঞতা পাশাপাশি লেখক, বিজ্ঞাপনদাতা, সংশ্লিষ্ট সবাইকে অফুরান শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ জানিয়েছে পোর্টালটির কর্তৃপক্ষ। পোর্টালটির উদ্দেশ্য স্পষ্ট। দেশ, মানুষ আর মুক্তিযুদ্ধের প্রশ্নে আমরা আপসহীন। দেশ আর মানুষের সার্বিক উন্নয়নের পক্ষেই আমাদের চিন্তার প্রতিফলন ঘটছে প্রতিদিন। আমরা মনে করি, নিরপেক্ষতাও একটি পক্ষ, সেই বিবেচনায় পোর্টালটি নিরপেক্ষ নয়। পোর্টালটি দেশের পক্ষে। দেশের মানুষের পক্ষে। মুক্তিযুদ্ধের পক্ষে। তবে পক্ষপাতহীন মতামতকে সব সময়ই সম্মান জানায় পোর্টালটি। গঠনমূলক সমালোচনা, অদম্য সাহস আর মুক্তিযুদ্ধের চেতনাই আমাদের মূল পুঁজি। মহান মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করেই ৯ বছর আগে যাত্রা শুরু করেছিল নিউজ পোর্টাল বাংলার কন্ঠস্বর। সেই লক্ষ্যে একটি সহিষ্ণু, ন্যায়পরায়ণ মানবিক সমাজ গড়াতে আমাদের প্রয়াস অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সব বাধা পেরিয়ে আমাদের অবস্থান আরো দৃঢ় হয়েছে। গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার, সামাজিক সাম্য আর অসাম্প্রদায়িকতার পক্ষে আমাদের অবস্থান আরো শক্ত হয়েছে। বাংলার কন্ঠস্বর সৎ সাংবাদিকতায় বিশ্বাসী। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয়ে আমরা অবিচল। একটি নিরপেক্ষ নিউজ পোর্টালের যেসব বৈশিষ্ট্য থাকা উচিত, বাংলার কন্ঠস্বর তার সবটুকু যথাযথভাবে পালনের চেষ্টা অব্যাহত রাখছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। রাজনৈতিক ও অর্থনৈতিক দুর্বৃত্তায়নের খবর আমরা ঢালাওভাবে প্রকাশ করছি। আলোচিত নানা ঘটনা গুরুত্বের সঙ্গে প্রকাশ করে দেশে-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে বাংলার কন্ঠস্বর। নিউজ পোর্টাল বাংলার কন্ঠস্বর নেতিবাচক রাজনৈতিক কর্মকাণ্ড যেমন তুলে ধরছে, তেমনি তুলে ধরছে ইতিবাচক দিকও। বাংলার কন্ঠস্বর যথাসাধ্য চেষ্টা করে ভালো-খারাপ জানিয়ে জনসাধারণকে সচেতন করতে। দলমত-নির্বিশেষে সমাজের সব ভালো উদ্যোগও পাঠকের সামনে তুলে ধরে বাংলার কন্ঠস্বর। উদ্যোগী মানুষগুলোকে যা আরো এগিয়ে নিতেও উৎসাহ জোগায়।
Leave a Reply