আজ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের আদমজীনগর র্যাব-১১-এর মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জামাল হোসেনের বিরুদ্ধে ২০০১ সালে ফতুল্লা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়। এর পর গ্রেপ্তার এড়াতে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে তিনি মুন্সীগঞ্জের গজারিয়ায় বসবাস শুরু করেন। পরে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ২০১৬ সালে আদালত তাকে ১৭ বছরের কারাদণ্ড দেন।
এ ছাড়া জামাল হোসেনের বিরুদ্ধে মুন্সীগঞ্জের গজারিয়া ও নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দুটি মাদকের মামলা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Leave a Reply