শুক্রবার (৭ মার্চ) সকালে বাউফল উপজেলার রহমতনগর সূর্য্যমনি এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ফিরোজ হাওলাদার উপজেলার কবিরকাঠি গ্রামের মজিদ হাওলাদারের ছেলে।
২০০৩ সালে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেন ফিরোজ হাওলাদার। এ সময় তিনি ভুক্তভোগীর পায়ের রগ কেটে দেন। এ ঘটনায় আহত ব্যক্তির স্ত্রী জোহরা বেগম বাদী হয়ে মামলা করেন।
দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ২০০৭ সালে আদালত ফিরোজ হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। তবে রায়ের আগেই আত্মগোপনে চলে যান তিনি।
র্যাব -৮ সিপিসি-১ কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি তুহিন রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাকে বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।