
নিজস্ব প্রতিবেদক
বরিশাল মেট্রোপলিটনের কোতয়ালী মডেল থানা পুলিশের তৎপরতায় টিকটকার মাহিয়া মাহির হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। জানা গেছে, মাহির ব্যবহৃত আইফোনটি কিছুদিন পুর্বে হারিয়ে যায়। পরে মাহিয়ার বাবা মনির ঘটনার পরদিন বরিশাল কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তদন্তের দায়িত্বে ছিলেন থানার এএসআই মোঃ সাইদুল ইসলাম । তার দক্ষতা ও দ্রুত তৎপরতায় অল্প সময়ের মধ্যেই ফোনটি উদ্ধার করা সম্ভব হয়।
এরই ধারাবাহিকতায় শনিবার (২৫ অক্টোবর) থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমানের উপস্থিতিতে উদ্ধারকৃত মোবাইল ফোনটি মাহিয়া মাহির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ওসি মিজানুর রহমান বলেন, ঘটনাটি সাধারণ হারানো নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এক তরুণীর তথ্যনিরাপত্তার বিষয় ছিল। দ্রুত পদক্ষেপ নিয়ে ফোনটি উদ্ধারে সফল হতে পেরে আমরা আনন্দিত।
মাহিয়া মাহির পরিবার পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এএসআই সাইদুল ইসলাম ও কোতয়ালী থানার তৎপরতা আমাদের অভিভূত করেছে। আমরা বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।