1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নীলফামারীয় ধানের শীষের পক্ষে প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
নাটোর-১ আসনে শান্তি ফিরিয়ে আনতে চাই- স্বতন্ত্র প্রার্থী টিপু অতিরিক্ত এসপি হলেন ৪০ কর্মকর্তা দেশে পৌঁছেছে প্রবাসীদের ৫৫ হাজার পোস্টাল ব্যালট চাষিদের লাভবান করতে আমের হিমাগার স্থাপন করতে চাই: তারকে রহমান বাউফলে আগুনে ভস্মীভূত ৪টি ঘর মহাপ্রাণ যোগেন মন্ডলের ১২৩তম জন্মবার্ষিকীতে তাকে ঘিরে তার জন্মভূমিতে একটি আধুনিক প্রতিষ্ঠান গড়ে তোলা হবে: জহির উদ্দিন স্বপন গৌরনদীতে গাঁজাসহ তৃতীয় লিঙ্গের মাদক কারবারি গ্রেফতার নীলফামারীয় ধানের শীষের পক্ষে প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ উন্নয়নের স্বার্থে ধানের শীষ মার্কায় ভোট দিন, মেহেন্দিগঞ্জে উঠান বৈঠকে রাজিব আহসান! বরিশাল -৪ আসনে রাজিব আহসানের উঠান বৈঠকে জনস্রোত।

নীলফামারীয় ধানের শীষের পক্ষে প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৮ 0 বার সংবাদি দেখেছে
68

নীলফামারী প্রতিনিধি // নীলফামারী ৩ (জলঢাকা) আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করতেছেন ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী ও তার বিভিন্ন পরিবারের লোকজন। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধানের শীষের মার্কার ভোট চেয়ে বিভিন্ন জায়গায় তাদের উপস্থিতি চোখে পড়ার মতো। এবং চোখে পড়ার মতো লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া, মহল্লায়, যেনো ধানের শীষের এক অত্যন্ত গণজোয়ার উঠে গেছে চতুর্দিকেই। এবং নির্বাচনী আচরণবিধি মেনে প্রতিদিন রাত ৮ টার আগেই নির্বাচনী গণ সংযোগসহ সকল প্রকার নির্বাচনী কার্যক্রম বন্ধ করেন নীলফামারী ৩ (জলঢাকা) আসনের নির্বাচনী প্রধান সমন্বয়ক এম ডি শরিফুল ইসলাম বাবু। বাবু আরো বলেন আমরা কোনো নেতা নই, আমরা আপনাদের সন্তান আমরা যদি এই আসনে জয়লাভ করতে পারি তাহলে প্রত্যেকটি মানুষকে দেওয়া কথা আমরা পালন করবো।জলঢাকা আসনটি অনেকে অবহেলিত, আপনারা সকলেই ভোট দিয়ে সমর্থন জানালে আপনারা দেখতে পারবেন যে একটি আসন কিভাবে স্মার্ট ও উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া হয় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাবো। তাইতো সবার প্রতি আহ্বান আপনারা সকাল, সকাল ১২ ই ফেব্রুয়ারি নিজ নিজ দায়িত্বে নিজের ভোট প্রদান করে ভোট সেন্টারে থেকে গণনা শেষে রেজাল্ট নিয়ে তারপরে ভোট সেন্টার ত্যাগ করিবেন। বিভিন্ন মহলের সচেতন নাগরিকরা বলতেছে যে আলহাজ্ব সৈয়দ আলীর ভোট রয়েছে গোপনে অনেক মানুষ সৈয়দ আলীকে ব্যক্তি হিসেবে ভালবেসে তাদের মূল্যবান ভোটটি দান করবেন এরকমই নজির পাওয়া যায় বিভিন্ন ইউনিয়নে। সাধারণ জনগণ বলতেছে যে ধানের শীষ ছাড়া বিকল্প আমরা দেখতেছি না, তাই আমরা ধানের শীষের কে ভোট প্রদান করব এবং আশা করা যায় বিপুল ভোটে জয়লাভ করবে ধানের শীষ প্রতীক। এবং হিন্দু, বদ্ধ, খ্রিষ্টান, সম্প্রদায়রা বলতেছেন আমরা এক ভগবানকে ছাড়া কাউকে ভয় করি না আমরা আমাদের ভোট দেবো, যাকে খুশি তাকে দেবো, কোনো হুমকি ধামকি দেখার সময় আমাদের নেই ১২ তারিখ হবে আসল কথা হিন্দুরা কি করতে পারে। তবে বিষয়টি নিয়ে কথা হয় নীলফামারী ৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলীর সাথে তিনি বলেন আমি কারো বিরুদ্ধে কোনদিন সমলোচনা করি না এরকম শিক্ষা আমাকে দেয়নি দল, দেয়নি আমার বাবা-মা আমি গত টাইমে দুইবার উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম কাকে কি দিয়েছি, কি উন্নয়ন করেছি ,আমার মনে নেই, কিন্তু আমার জনগানেই তুলে ধরতেছে কি উন্নয়ন হয়েছে আমার দ্বারা জলঢাকা উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, গ্রামে। কারণ আমার কোন লোভ লালসা নেই শুধু একটাই আমার আশা আমার জনগণকে এগিয়ে নিতে হবে, পিছিয়ে পড়া জলঢাকা (আসনের) মানুষকে সামনের দিকে অনেক দূর নিয়ে যেতে হবে এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি তাইতো সকলের প্রতি আহ্বান আপনারা নিজের ভোট সঠিক জায়গায় প্রধান করবেন, আপনাদের নিজের দায়িত্ব পালন করবেন অন্যদেরকে সুযোগ করে দিবেন। এবারের ভোটে কোন ধরনের বিশৃঙ্খলা হবে না সুশৃঙ্খলভাবে সকলেই ভোট দিতে পারবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews