1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
BBDF এর বর্ধিত সভা অনুষ্ঠিত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন

BBDF এর বর্ধিত সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২৫ 0 বার সংবাদি দেখেছে
  • সভাপতি: ‎হাসান- সম্পাদক: তানজিল

নিজস্ব প্রতিবেদক // ‎বিনয়কাঠী ব্লাড ডোনার্স ফাউন্ডেশন (BBDF)-এর কার্যনির্বাহী সদস্যদের বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী এক বছরের জন্য ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ‎ নবগঠিত কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন: ‎হাসান মাহমুদ: (সভাপতি) ‎এম মাহমুদ রাজু (সিনিয়র সহ-সভাপতি), শাওন তাং ( সহ সভাপতি), মোঃ তানজিল সরদার -সাধারণ সম্পাদক, ‎মোঃ উজ্জ্বল সরকার- যুগ্ম সাধারণ সম্পাদক, ‎মোঃ শিহাব উদ্দিন- সাংগঠনিক সম্পাদক, ‎মোঃ রাকিব (সহ-সাংগঠনিক সম্পাদক), ‎সানাউল মৃধা রাব্বি (দপ্তর সম্পাদক), ‎ফাহাদ (এলাহী প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক), ‎সাগর দাস (সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক), ‎পবিত্র হালদার (পরিকল্পনা ও আইন বিষয়ক সম্পাদক), ‎মারিয়া (মহিলা বিষয়ক সম্পাদক), ‎মারিয়া জাহান দিঘি (সহ-মহিলা বিষয়ক সম্পাদক), সিয়াম হোসেন(শিক্ষা সম্পাদক), ফেরদৌস খান পনি (জনকল্যাণ সম্পাদক), এছাড়াও খান তারেক, সুখী, আশিক, আরিয়ান সামিউল, কাওছার, রূপা, মাসূদ, রেজা, ফরিদ,হিরন,শামীম প্রমুখ কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন। এছাড়াও এই কমিটিতে তরুণদের নিয়ে সমাজে রক্তদানের সচেতনতা বাড়ানো, অসহায় রোগীদের পাশে দাঁড়ানো এবং নিয়মিত ক্যাম্প আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। ‎নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, “মানবতার সেবা ও স্বেচ্ছা রক্তদানের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য। কমিটির অন্যান্য সদস্যরাও সক্রিয়ভাবে রক্তদানে আগ্রহী এবং সমাজসেবামূলক কাজে প্রতিশ্রুতিবদ্ধ। নবগঠিত কমিটির নেতারা জানান, তারা আগের চেয়ে আরও বড় পরিসরে রক্তদান কর্মসূচি চালু রাখবেন। এবং সমাজের রক্তের প্রয়োজন মেটাতে তারা নিয়মিত রক্তদাতা সংগ্রহ, রক্তদান ক্যাম্প ও সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাবেন।নবগঠিত কমিটির ‎সভাপতি, হাসান মাহমুদ বলেন, “আমাদের লক্ষ্য কোনো রোগী যেন রক্তের অভাবে মৃত্যুবরণ না করে। ‎সাধারণ সম্পাদক তানজিল সরদার বলেন, “যুব সমাজকে মানবতার কাজে সম্পৃক্ত করাই আমাদের উদ্দেশ্য।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ