নিজস্ব প্রতিবেদক // আওয়ামী লীগ নেতাকর্মীদের বিক্ষোভের মুখে সমাবশে অংশগ্রহণ না করেই ভোলা ছাড়লেন বিএনপির সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম।
রোববার (২৮ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে পুলিশ পাহারায় তিনি ভোলা থেকে চলে যান।
জানা গেছে, আজ সোমবার (২৯ আগস্ট) সকালে দৌলতখানে বিএনপির পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে ভোলা-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম শহরের উকিল পাড়ার একটি হোটেলে রাত্রিযাপনের জন্য অবস্থান করছিলেন। সেখানে আ. লীগ নেতাকর্মীরা হাফিজ ইব্রাহিমের নামে বিভিন্ন ধরনের স্লোগান দেন। এতে প্রায় ৩ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন হাফিজ।
এ ঘটনায় শজরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং পুলিশি পাহারায় হাফিজকে লঞ্চঘাট পৌঁছে দেওয়া হয়।
এ ঘটনায় বিএনপি নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করলেও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে রোববার সকালের দিকেও একইভাবে বোরহানউদ্দিনে সমাবেশে যেতে চাইলে পুলিশি বাধার মুখে পড়েন সাবেক এই সংসদ সদস্য। তিনি অভিযোগ করেন, শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করা হলেও আ. লীগ তা করতে দেয়নি, পুলিশও আমাদের সহযোগিতা করেনি। আমাদের ৫০-৬০ জন নেতাকর্মীকে পিটিয়ে আহত করেছে আ. লীগের সন্ত্রাসীরা।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার বলেন, আমরা গোয়েন্দা সূত্রে জানতে পেরেছি, হাফিজ ইব্রাহিম সমাবেশস্থলে গেলে বড় ধরনের সহিংসতা ঘটতে পারে, আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে। তাই তাকে সমাবেশস্থলে যেতে দেওয়া হয়নি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল, গ্যাস ও বিদ্যুৎখাতে অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখানে বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছিল বিএনপি।
Leave a Reply