ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি // পিরোজপুরের ইন্দুরকানীতে গাঁজা ও ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর ডিবি পুলিশের পরিদর্শক জাকারিয়া হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার পত্তাশী ইউনিয়নের খেজুরতলা বাজার এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করেন।
পিরোজপুর ডিবি পুলিশের পরিদর্শক জাকারিয়া হোসেন জানান, পত্তাশি ইউনিয়নের খেজুর তলা বাজার এলাকায় অভিযান চালিয়ে মাছুম হাওলাদারকে তার নিজ বাসা থেকে আধাঁ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ আটক করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার একটি দোকানের সামনে থেকে তার আরও তিন সহযোগীকে আটক করা হয়। ইন্দুরকানী থানায় চারজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের কাছ থেকে আরো তথ্য জানার জন্য রাতেই পিরোজপুর ডিবি কার্যালয় নিয়ে আসা হয়েছে।
Leave a Reply