1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঈদ শেষে ঢাকায় ফিরছেন মানুষ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ জুন ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন

ঈদ শেষে ঢাকায় ফিরছেন মানুষ

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৩ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // পবিত্র ঈদুল আজহার টানা ১০ দিনের ছুটি শেষ হবে আগামী ১৪ জুন। তবে শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে আগেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকে।

আজ বুধবার রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে গ্রাম ছেড়ে আসা মানুষের ভিড় দেখা গেছে। বাস, ট্রেন ও লঞ্চসহ প্রতিটি গণপরিবহনেই মানুষের চাপ ছিল চোখে পড়ার মতো।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঈদ শেষে গ্রাম থেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মব্যস্ত মানুষ।

সরকারি ছুটি ১৪ জুন পর্যন্ত থাকলেও অধিকাংশ বেসরকারি অফিসের ঈদের ছুটি শেষ হয়ে গেছে। তাই জীবিকার তাগিদেই ঢাকায় ফিরছেন অনেকে।

কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রেনে ঢাকায় ফিরছেন যাত্রীরা। স্টেশনজুড়ে দেখা গেছে যাত্রীদের ভিড়।

সদরঘাটেও দেখা গেছে একই চিত্র। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চে ঢাকায় ফিরছেন মানুষ। একই চিত্র বাস টার্মিনালগুলোতেও- যাত্রীরা ফিরছেন কুড়িগ্রাম, বরিশাল, ময়মনসিংহ, খুলনা, গোপালগঞ্জসহ দেশের নানা প্রান্ত থেকে।

ঢাকার প্রবেশমুখ গাবতলী, আব্দুল্লাহপুর, যাত্রাবাড়ী চৌরাস্তা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আজ যান চলাচল ছিল স্বাভাবিক। তবে এবার ঈদ পরবর্তী ছুটি লম্বা হওয়ায় এখনো চাপ বাড়েনি। সড়কপথে তেমন যানজট না থাকায় দূরপাল্লার বাসগুলো সময়মতোই টার্মিনালে পৌঁছাতে দেখা গেছে।

রাজধানীর কোথাও কোন যানজটের চিত্র দেখা যায়নি। তবে বাস স্টপেজগুলোতে কোথাও কোথাও গাড়ির অপেক্ষায় যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এছাড়াও সড়কে নিজস্ব পরিবহন, ব্যাটারিচালিত অটোরিকশা এবং সিএনজিচালিত অটোরিকশার উপস্থিতি চোখে পরার মতো।

ফিরতি যাত্রীরা বলছেন, বাসে যাত্রীর চাপ কম। যাত্রা পথে দীর্ঘ যানজটে ভোগান্তি থাকলেও ফিরতি পথে নির্বিঘ্নে রাজধানীতে ফিরছে সবাই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ