1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঈদ সেলামির কথা বলে শিশুকে অপহরণ, মিলল মরদেহ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরনাম :

ঈদ সেলামির কথা বলে শিশুকে অপহরণ, মিলল মরদেহ

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ১৩৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // রাজশাহীতে অপহৃত শিশুকে (৮) ধর্ষণের পরে গলাটিপে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পলাশ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে রোববার (২ জুলাই) শিশু আনিকা অপহরণের শিকার হয়। এই অপহরণের একদিন পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ জুলাই) সকাল ৭টার দিকে নগরীর ছোটবন গ্রাম এলাকার খোরশেদের মোড়ের একটি পুকুর থেকে শিশু আনিকার মরদেহ উদ্ধার করা হয়। একই দিন ভোর সাড়ে ৪টায় নাটোর জেলা থেকে অপহরণকারীকে পলাশকেও গ্রেপ্তার করে পুলিশ।

নিহত শিশু আনিকা নগরীর নওদাপাড়া এলাকার আজিম উদ্দিনের মেয়ে। আনিকাকে গত শনিবার সন্ধ্যার দিকে অপহরণ করেন নগরীর বড় বনগ্রাম এলাকার শাহিনের ছেলে পলাশ। এছাড়া আনিকার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার নূর আলম সিদ্দিকী বলেন, ঈদ সেলামি দেওয়ার কথা বলে শিশুটিকে নির্জন জায়গায় নিয়ে যায় পলাশ। পরে তাকে ধর্ষণ করে গলাটিপে হত্যা করে। সুযোগ বুঝে মরদেহ পুকুরে ফেলে পালিয়ে যায় সে। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ নাটোর জেলা থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ