1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
উজিরপুরে ভূমি অফিসে ঘুষ, দূর্নীতির আখড়া, জিম্মি ভূমি মালিকরা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের  সাগরে একের পর এক ৩ নম্বর সতর্ক সংকেত, বিপাকে লাখো জেলে ও ট্রলার মালিক মোংলা-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধনও স্মারকলিপি প্রদান ৬০ বছরেও উন্নয়নছোঁয়া লাগেনি: কাঁচা রাস্তার কাদা পথেই হাঁটছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের  লবণাক্ততার ছোবলে উপকূলজুড়ে বিলুপ্তির পথে বাঁশঝাড় দীর্ঘ ২২ বছর হলেও ভোলাবাসীকে আজও কাঁদায় নাসরিন-১ ট্রাজেডি বজ্রপাতরোধে গৌরনদীতে বিনামূল্যে তালচারা-কীটনাশক বিতরন অনুষ্ঠান বানারীপাড়ার ত্যাগী নেতা আব্দুস সালাম: এক জীবন্ত ইতিহাস মেহেন্দিগঞ্জে ২৭ সদস্য বিশিষ্ট জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয় কমিটি গঠন! ফেব্রুয়ারির নির্বাচনেই গণতন্ত্রে ফিরবে দেশ: মির্জা ফখরুল পঞ্চগড়ে সন্তানের গলায় ছুরি ধরে মাকে দলবেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ৪

উজিরপুরে ভূমি অফিসে ঘুষ, দূর্নীতির আখড়া, জিম্মি ভূমি মালিকরা

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৯ 0 বার সংবাদি দেখেছে

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মাইনুল ইসলাম খান ঘুষ বানিজ্যে মেতে ওঠে। ভূমি অফিসে প্রতিটি টেবিলে দিতে হয় ঘুষ। একটি নামজারিতে অফিসের সব টেবিল ম্যানেজ করে সর্বমোট খরচ হয় ৬/৭ হাজার টাকা। প্রতি নামজারিতে সরকারি ফি ১১৭০ টাকা কিন্তু সরকারি ফি বাদেও এসিল্যান্ডকে ঘুষ দিতে হয় ১৫ শত টাকা। এ নিয়ে ক্ষুব্ধ ভূমি মালিকরা। সরকারি নির্ধারিত ফি বাহিরে ঘুষ দিতে হয় ৮/১০গুণ বেশী টাকা গুনতে হয় ভূমি মালিকদের। উজিরপুর ভূমি অফিসে অবৈধ টাকা লেনদেনকে ঘিরে গড়ে উঠেছে কর্মচারী-দালাল সিন্ডিকেট। এতে কানুনগো, সার্ভেয়ার,তসিলদার, অফিস সহকারী, জারিকারক, পিয়ন সবাই কম-বেশি জড়িত রয়েছে বলে অভিযোগ করেছে ভূমি মালিকরা। এই এসিল্যান্ড এর খুটিঁর জোর কোথায় প্রশ্ন জনমনে? সুত্রে জানা যায় নাম প্রস্তাব, সার্ভেয়ার রিপোর্ট, দাখিলা, নামজারি, ডিসিআর সংগ্রহ, খাজনা দাখিল, খতিয়ান ইস্যু থেকে শুরু করে যাবতীয় কাজে সরকারি নির্ধারিত ফি থেকে অতিরিক্ত ৮/১০ গুণ বেশী টাকা দিতে হয়। উজিরপুর ভূমি অফিসে বর্তমানে সেবা তো দুরের কথা,ভোগান্তির শেষ নেই। এছাড়া প্রতি নামজারিতে ৭/৮ হাজার টাকা না দিলে সময় ক্ষ্যাপন করে ভূমি অফিস। এবিষয়ে কর্মকর্তা কর্মচারীরা বলছেন- আপনার ফাইল এসিলেন্ড স্যারের হাতে, স্যার সহজেই ফাইলে সাক্ষর করতেছেনা। তাতে ভূমি মালিকরা কোন উপায়ন্তর না পেয়ে নিজেই কর্মকর্তাকে আরো টাকার লোভ দিয়ে নাম জারি সম্পূর্ণ করতে চেষ্টা করে। এদিকে উজিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার হোসেন তথ্য জানতে চাইলে তাকে বলেন আপনাদের সাংবাদিকদের স্বার্থ কোথায়? একাধিক ভূমি মালিকরা জানান ইতিপূর্বে আমরা সরকারি ফি মাত্র ১১৭০ টাকা জমা দিয়ে নামজারির কাজ করছি। কিন্ত এসিল্যান্ড মোঃ মাইনুল ইসলাম খান উজিরপুরে যোগদানের পরেই প্রতি নামজারিতে ৬/৭ হাজার টাকা গুনতে হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ