1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
এবার হামলা অব্যাহত রাখার ঘোষণা ইরানেরও - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন

এবার হামলা অব্যাহত রাখার ঘোষণা ইরানেরও

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৪৭ 0 বার সংবাদি দেখেছে
আন্তর্জাতিক ডেস্ক // এবার ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরানও।দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানায়, শুক্রবার রাতে ইরানের ওপর ইসরায়েলি হামলার জবাব শেষ হয়নি। বরং, ইসরায়েলের বিরুদ্ধেও ইরানি হামলা ‘চলবে’।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাতে জানিয়েছে যে, ভবিষ্যতে ইরান ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করতে পারে।

এর আগে গত শুক্রবার রাতে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল প্রথমে হামলা চালায়। ওই হামলায় ইরানের সশস্ত্র বাহিনী প্রধান ও রেভ্যুলেশনারি গার্ড প্রধানসহ বেশ কয়েকজন সামরিক কমান্ডার ও অন্তত ছয় জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান।

সবশেষ খবর অনুযায়ী, ইসরায়েলি ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত ৬৩ জন আহত হয়েছে। একজন নিহত হয়েছেন। ধসে গেছে অনেক ভবন।

ইসরায়েলের জরুরি সেবা বিষয়ক সংস্থা মেগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) জানিয়েছে, ‘কয়েক মিনিট ‘রেড অ্যালার্ট’ সংকেত বাজার পর পরই হামলার খবর মেলে। এমডিএ-এর জরুরি চিকিৎসাকর্মী ও প্যারামেডিক দল সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে যান।’

এর আগে গতকাল রাত থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে মুহূর্মুহূ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ছোড়া মিসাইলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। আইডিএফের মুখপাত্র এফি ডেফরিন বলেন, কিছু আঘাত হয়েছে, তবে বেশিরভাগই প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, রাতে আরও হামলা হতে পারে, তাই সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকতে অনুরোধ করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ