শিরোপা ধরে রাখার মিশনে ঘরেরে মাঠে এশিয়া কাপের প্রথম ম্যাচে আজ থাইল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে আসা নিগার সুলতানা জ্যোতির দল এশিয়া কাপের প্রথম ম্যাচে দাপটের সঙ্গে জয় পেয়েছে। থাইল্যান্ডের দেওয়া ৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫০ বল হাতে রেখে ৯ উইকেটে জয়ের বন্দরে পোঁছে যায় টাইগ্রেসরা।
আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে টস ভাগ্য সহায় হয়নি নিগার সুলতানার। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় থাইল্যান্ড।
থাইল্যান্ড শুরুটা দেখেশুনে করলেও ইনিংস লম্বা করতে পারেনি। পঞ্চম ওভারে প্রথম উইকেট হারায় থাইরা। পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে বিশ্বকাপের বাছাই পর্বে সেমিফাইনাল খেলা দলটি।
তারপর বড় কোনো জুটি গড়তে পারেনি থাইল্যান্ড। ৩ ওভারের ব্যবধানে ৫৪-২ থেকে ৬১-৭ হয়ে যায় থাইদের স্কোরকার্ড। এরপরও সরনারিন তিপোচ আর রোসেনান কানোহের ব্যাটে ২০ ওভার ব্যাট করে তারা। শেষ পর্যন্ত ইনিংসের দুই বল বাকি থাকতে ৮২ রানে অলআউট হয় থাইল্যান্ড।
রুমানা আহমেদ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে হেসেখেলে জিতে বাঘিনীরা। শামিমা সুলতানা ও ফারজানা হকের ওপেনিং জুটিতে ৬৯ রান আসে। আর তাতেই টাইগ্রেসদের বড় জয় নিশ্চিত হয়। এক রানের জন্য অর্ধশতক বঞ্চিত হন ওপেনার শামিমা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন তিনি।
১২তম ওভারে ৯ উইকেট হাতে রেখে জয় পায় বাংলাদেশ। ম্যাচ সেরা নির্বাচিত হন শামিমা সুলতানা।
Leave a Reply