1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কলাপাড়ায় বিষ দিয়ে আইনজীবীর মাছের খামারে চুরি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

কলাপাড়ায় বিষ দিয়ে আইনজীবীর মাছের খামারে চুরি

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৪৩ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক।। পটুয়াখালীর কলাপাড়ায় আইনজীবীর মাছের খামারে বিষ দিয়ে মাছ চুরির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম নাচনাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এতে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ওই আইনজীবী জ্ঞানেন্দ্র চন্দ্র মন্ডল।

জানা যায়, গত পাঁচ বছর পূর্বে পশ্চিম নাচনাপাড়া গ্রামে সাত একর জমি নিয়ে জ্ঞান পূর্ণিমা এগ্রোফার্ম লি: নামে ওই মাছের খামার, সবজি বাগান ও ফলের বাগানটি গড়ে তোলেন আইনজীবীর ছেলে চন্দ্র শেখর মন্ডল। তার ফার্মের মাছের খামারে রুই, কোড়াল, মৃগাল, তেলাপিঁয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। ঘটনারদিন গভীর রাতে সংঘবদ্ধ চোর চক্র খামারে বিষ দিয়ে মাছ চুরি করে নিয়ে যায়। মেরে ফেলা হয় কয়েক হাজার মাছের পোনা।
ক্ষতিগ্রস্থ পূর্ণিমা এগ্রোফার্ম লিমিটেড’র স্বত্তাধিকারী চন্দ্র শেখর মন্ডল বলেন, রাতের আধারে কে বা কাহারা তার খামারে বিষ দিয়ে করে মাছ চুরি করেছে তা বোধগম্য নয়। তবে, এতে কয়েক হাজার ছোট মাছ মারা গেছে এবং প্রায় দুই লক্ষ টাকার বড় মাছ ধরে নিয়ে গেছে বলে তিনি জানান।
কলাপাড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জুয়েল ইসলাম বলেন, এবিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ