কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি // পটুয়াখালীর কলাপাড়ায় দুই সন্তানের জননী মোসামৎ সাবিনার(২৪) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামের স্বামীর বাড়ির দোতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মৃত্যের স্বামী মাও.শাহ-আলমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে স্বামীর সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয় সাবিনার।
এরপর স্বামী ঘরের বাইরে বের হলে সাবিনা দোতলায় উঠে গলায় ফাঁস দেয়। মৃত সাবিনার আবদুল্লাহ (৬) ও হুমায়রা নামে দুটি সন্তান রয়েছে। কলাপাড়া ওসি মো.জসিম জানান, গৃহবধূ মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে।
Leave a Reply