1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
কাউখালীতে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন

কাউখালীতে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পিরোজপুরের কাউখালীতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু তালুকদারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে পিরোজপুরের আদালতে পাঠানো হয়। এর আগে, রোববার রাতে পিরোজপুরের আল্লামা সাঈদী ফাউন্ডেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

কাউখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, কাউখালী উপজেলার ব্রেকুটিয়া ব্রিজ-সংলগ্ন নতুন বাজার মোড়ে গত ৬ নভেম্বর বিএনপির পোস্টার লাগানোর সময় আওয়ামী লীগের কিছু লোকজন পোস্টার লাগাতে বাধা দেয় ও ছিঁড়ে ফেলে।

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের ওপরে হামলা করে। এ ঘটনায় কাউখালী থানায় একটি মামলা হয়েছিল। ওই মামলায় লাইকুজ্জামান মিন্টুকে গ্রেফতার দেখানো হয়েছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোলায়মান জানান, বর্তমানে সারা বাংলাদেশে অপারেশন অভিযান চলছে। এই আলোকে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ